|
প্রিন্টের সময়কালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০৬:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০১:৫৮ অপরাহ্ণ

পতেঙ্গায় আমির খসরু: “বিএনপির একজন শ্রেষ্ঠ রাজনৈতিক সেবককে হারালাম আমরা”


পতেঙ্গায় আমির খসরু: “বিএনপির একজন শ্রেষ্ঠ রাজনৈতিক সেবককে হারালাম আমরা”


ডেস্ক নিউজ-ঢাকা প্রেস


 

চট্টগ্রাম মহানগরের ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাসংগঠক এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত লোকমান হোসেন কন্ট্রাক্টরের পরিবারের খোঁজ নিতে সোমবার বিকেলে তাদের বাসায় যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 


 

তিনি মরহুম লোকমান হোসেনের স্ত্রী, সন্তান ও নিকট আত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 


 

সংক্ষিপ্ত বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,

“আমরা বিএনপির একজন শ্রেষ্ঠ রাজনৈতিক সেবককে হারিয়েছি। এমন ত্যাগী ও পরীক্ষিত নেতা পাওয়া খুব সহজ হবে না।”


তিনি মরহুমের পরিবারের প্রতি দোয়া ও সহানুভূতি প্রকাশ করেন এবং দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—আগামী নির্বাচনে শৃঙ্খলা ও শান্তি বজায় রেখে জনগণের সমর্থন আরও শক্তিশালী করতে।
 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নূরুল আবছার, সাবেক কমিশনার ও সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি মো. আবু জাফর, হাজী মো. হারুন কোম্পানি, ৪১ নম্বর ওয়ার্ড আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী (নাজিম) ও সদস্য সচিব মো. আলী আজম।
 

এছাড়া ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান, সদস্য সচিব মো. মনজুর কাদের, যুগ্ম আহ্বায়ক মো. আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজা, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, খোরশেদ আলম, মো. সালাউদ্দিন, মো. সায়েম, যুবদলের মো. ইকবাল হোসেন, শ্রমিক দলের মো. সোলায়মান, স্বেচ্ছাসেবক দলের মো. সালাউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫