|
প্রিন্টের সময়কালঃ ১৭ জুলাই ২০২৫ ০৮:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০৬:১৬ অপরাহ্ণ

গোপালগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকারের হুঁশিয়ারি


গোপালগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকারের হুঁশিয়ারি


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলাকে "বর্বরতা" হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতিতে সরকার জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত এক সরকারি বিবৃতিতে বলা হয়,

“গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে যেভাবে হামলা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, নিন্দনীয় এবং অমার্জনীয়। এ ঘটনায় যারা দায়ী, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সহিংসতার কোনো স্থান এই দেশের মাটিতে নেই—ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”

বিবৃতিতে আরও বলা হয়,

“এক বছর আগের গণতান্ত্রিক আন্দোলনের বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া তরুণ নাগরিকদের ওপর এই হামলা মৌলিক অধিকার হরণের শামিল। এনসিপির সদস্য, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই বর্বর হামলার শিকার হয়েছেন। তাদের গাড়িবহর ভাঙচুর করা হয়েছে, অনেককে শারীরিকভাবে আঘাত করা হয়েছে।”

অন্তর্বর্তী সরকার দাবি করেছে,

“হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং দলের কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।”

সরকার সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করে বিবৃতিতে বলেছে,

“নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। একই সঙ্গে সকল হুমকি-ধমকি উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণভাবে অবস্থান ধরে রাখা ছাত্রদের মনোবল ও অবিচলতা অত্যন্ত প্রশংসনীয়।”

বিবৃতির শেষাংশে সরকার আবারও স্পষ্ট করে জানায়,

“এই বর্বরতার জন্য দায়ীদের বিচার অবশ্যই হবে। আমরা পুনর্ব্যক্ত করছি—বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচারই আমাদের অঙ্গীকার।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫