|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫২ অপরাহ্ণ

ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, সচিবালয়ে প্রতিনিধি দল


ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, সচিবালয়ে প্রতিনিধি দল


ঢাকা প্রেস নিউজ

 

শাহবাগে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে থাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছেন।
 

রোববার বিকেল ৩টার পরে শাহবাগ থেকে প্রতিনিধি দলটি স্বাস্থ্য উপদেষ্টা তুহিন ফারাবী দ্বারা সচিবালয়ে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এখনও চলমান।
 

প্রতিনিধি দলে রয়েছেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের আজহারুল হক রামিম, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, আহমদ উল্লাহ মানসুর এবং শামীম মিঞা।
 

এর আগে দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টা তুহিন ফারাবী। তিনি শিক্ষার্থীদের জানান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ সংক্রান্ত সার্কুলার আগামীকাল বা পরশুর মধ্যে প্রকাশিত হবে। দাবির বিষয়ে আলোচনা করতে তিনি একটি প্রতিনিধি দলকে নিয়ে যেতে এসেছেন।
 

এই সময়, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সদস্য শামীম মিঞা সাংবাদিকদের বলেন, "আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের দাবির বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। সেখানে যেসব সিদ্ধান্ত হবে, তা আমরা ফিরে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের জানাবো। এরপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব, যেমন আমরা সেখান থেকে ফিরে যাবো, নাকি আন্দোলন চালিয়ে যাবো।"
 

এর আগে, সকালে প্রায় ৩০০ শিক্ষার্থী শাহবাগে লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫