শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

ঢাকা প্রেস
মাগুরা প্রতিনিধি:-
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী রেজওয়ান কবির।
মামলার বাদী রেজওয়ান কবিরের দাবি, শমী কায়সার বিভিন্ন সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়েছেন এবং তাকে 'জাতীয় বেইমান' বলে অভিহিত করেছেন। এসব কটূক্তির ফলে জিয়াউর রহমানের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫