নিউ সুপার মার্কেটে আগুন, আহত ও অসুস্থরা কে কোথায়

রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে আহত ও অসুস্থের সংখ্যা আরও বেড়ে ৩২ জনে পৌঁছেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে ১৩ জন ফায়ার সার্ভিসের কর্মী ও বিমানবাহিনীর ১ জন সদস্য রয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), রাজিব (৩০), ডিপজল (২৪), রায়হান (২২), সোহেল রানা (৩২)। এ ছাড়া দোকানকর্মী রিফাত (২৩), বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫), স্বপন (২৩) ও দোকানমালিক জীবন (৩০), ফারহান (২০), শাফিন (১৮)। আহত দুজন আনসার গার্ড ব্যাটালিয়ন হলেন আলমগীর (৩৫), শাকিল (২৫), আনসার সদস্য সবুজ (২০)।
আহত ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২) ও রিকশাচালক জাকির হোসেন (৩৫)। এ ছাড়া সাব্বির (৩৩) নামের একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন।
আহতদের মধ্যে রাজীব, ডিপজল, রায়হান, আলমগীর ও শাকিল বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ধোঁয়ায় অসুস্থ ও আহত হয়ে আসা সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫