নওগাঁয় ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেফতার

ঢাকা প্রেস, নওগাঁ প্রতিনিধি:-
শুক্রবার ভোরে নওগাঁর বদলগাছী উপজেলার দুধকুড়ি এলাকায় একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন:
- হেলাল হোসেন: নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা।
- হেলাল উদ্দিন: বদলগাছী উপজেলার নন্দাহার গ্রামের বাসিন্দা।
- কালাম তালুকদার: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা।
শুক্রবার ভোরে এই চক্রের সদস্যরা একটি ইজিবাইকে উঠে চালককে ছোরার ভয় দেখিয়ে জোরপূর্বক ইজিবাইকটি ছিনিয়ে নেয় এবং চালককে রাস্তার পাশে ফেলে রাখে। এলাকাবাসীর সহযোগিতায় র্যাব ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে। ছিনতাইকৃত ইজিবাইকসহ অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আরেকজন সদস্যকে ধরার চেষ্টা চলছে। র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করে যাবে।
এই গ্রেফতার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫