চার মাস পর অধিনায়ক হয়ে ফিরলেন রশিদ খান

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আফগানিস্তান। আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) এই সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) তাদের দল ঘোষণা করেছে।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন রশিদ খান। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছেন এই লেগ স্পিনার।
আইপিএলের ঠিক আগে ক্রিকেটে ফিরলেন তিনি। তার ফেরায় স্বস্তিতে গুজরাট টাইটান্সও।
আয়ারল্যান্ড সিরিজের আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান, নানজিয়ালাই খারোটি, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমদ, মুজিব-উর রহমান, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইজাজ আহমাদজাই, ইবরাহিম রাহিমি, মোহাম্মদ নবি, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫