সাবেক ডিবি প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী পলায়নকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অভিযুক্ত করায়, বিধি ১২-এর উপবিধি (১) অনুসারে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকা
-
ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ
-
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়
-
অতিরিক্ত ডিআইজি রিফাত রহমান শামীম
-
ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম
-
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত
-
ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম
-
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান
-
খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম
-
এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন
-
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মূখার্জী
-
রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা
-
কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস
-
ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন
-
ঢাকা পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল
-
বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম
-
ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান
-
আরএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন
-
ডিআইজি কমান্ড্যান্ট মহা. আশরাফুজ্জামান
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরখাস্তকালীন সময় তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫