চশমা থেকে মুক্তির উপায় ল্যাসিক সার্জারি

চশমা পরা ব্যক্তিকে অনেক সময় বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয়; যেমন—চাকরির ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে। এই সমস্যাগুলো থেকে মুক্তির উপায় হতে পারে ল্যাসিক সার্জারি। এটি একটি বিশেষ ধরনের সার্জারি, যাতে চোখের কর্নিয়ার একদম সামনের লেয়ার তুলে তাতে এক্সজাইমার লেজার নামক বিশেষ ধরনের লেজার প্রয়োগ করা হয়।
এর ফলে কর্নিয়ার গঠনে কিছুটা পরিবর্তন আসে। লেজার প্রয়োগ করা শেষে কর্নিয়ার লেয়ারটি আবার যথাস্থানে বসিয়ে দেওয়া হয়। এই সার্জারির মাধ্যমে চোখের দৃষ্টিজনিত সমস্যা, যেমন—মায়োপিয়া বা দূরে কম দেখা এবং হাইপারমেট্রোপিয়া বা কাছে কম দেখার সমস্যার সমাধান করা যায়। ফলে রোগী চশমার হাত থেকে মুক্তি পেতে পারে। এই কারণে বর্তমানে পদ্ধতিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
সুবিধা
- ল্যাসিক অপারেশনের পরে রোগী চশমা ছাড়াই দেখতে পারে।
- ল্যাসিক করতে সময় লাগে মাত্র ১৫ থেকে ৩০ মিনিট।
- এটি একটি সেলাইবিহীন অপারেশন।
- ড্রপের মাধ্যমে চোখ অবশ করে এই অপারেশন করা হয়।
- কোনো ধরনের ইনজেকশন দেওয়া হয় না।
- অপারেশনের পর চোখ ব্যান্ডেজ করে রাখতে হয় না।
- অপারেশনের পরপরই রোগী বাসায় চলে যেতে পারে।
ল্যাসিক করার পূর্বশর্ত
- বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- মায়োপিয়ার ক্ষেত্রে পাওয়ার মাইনাস ওয়ান থেকে মাইনাস টেনের মধ্যে থাকতে হবে এবং হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে পাওয়ার প্লাস ওয়ান থেকে প্লাস সেভেনের মধ্যে থাকতে হবে।
- কমপক্ষে এক বছর চোখের পাওয়ার স্থিতিশীল থাকতে হবে।
- চোখের কর্নিয়ার ঘনত্ব নির্দিষ্ট সীমার মধ্যে (৪৫০-৫৫০ মাইক্রোন) থাকতে হবে।
- চোখের কর্নিয়ায় কোনো ধরনের রোগ থাকলে এই সার্জারি করা যাবে না। সম্পূর্ণ সুস্থ চোখে অপারেশনটি করতে হবে।
- শুষ্ক চোখ বা ড্রাই আই থাকলে ল্যাসিক করা যাবে না।
ল্যাসিক করার পর অবশ্যই করণীয়
- চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে।
- আই রাবিং বা চোখ ঘষাঘষি করা যাবে না।
- চোখে নির্দিষ্ট সময় পর্যন্ত পানি লাগানো যাবে না।
- চোখের ড্রপ নিয়ম মেনে দিতে হবে।
- চোখ লাল হয়ে গেলে বা চোখে ব্যথা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
যা জানা জরুরি
- ল্যাসিক একটি ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু উন্নত বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে অনেকটাই কম খরচে এই অপারেশন করা যায়।
- আমাদের দেশে বেসরকারি হাসপাতালের পাশাপাশি সরকারি হাসপাতালেও এই অপারেশন করা হয়ে থাকে, যেমন—শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ল্যাসিক সার্জারি করা হয়।
- ল্যাসিক করার আগে চোখের সব কিছু ঠিক আছে কি না তা জানার জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা চিকিৎসকের পরামর্শ মেনে অবশ্যই করাতে হবে। সব কিছু ঠিক থাকলে তবেই শুধু ল্যাসিক করা যাবে।
পরামর্শ দিয়েছেন
ডা. তারান্নুম ইসলাম
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
আগারগাঁও, ঢাকা
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫