লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে

লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপলি থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে ফ্লাইটটি।
সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ওই দিন নিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫