|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৯:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩০ অপরাহ্ণ

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭  


বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭  


সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-

 
এলাকায়  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  নাটোরের বড়াইগ্রামের রাজ্জাক মোড়ে বিএনপি’র দুই  গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে  ৭ জন আহত হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে এ ঘটনা ঘটে।


থানা পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় সিএনজি স্ট্যান্ড, বাসের কাউন্টার এবং আশপাশের বিভিন্ন দোকানপাট সহ রাজ্জাক মোড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল সহ তার সঙ্গীয় নেতাকর্মী এবং অপরপক্ষ বড়াইগ্রাম পৌরসভার যুবদলের সিনিয়র সহ-সভাপতি  রবিউল ইসলাম রবি সহ তার সঙ্গী ও নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বকুল গ্রুপের সোহেল রানা (২৯), মমিন আলী (৩০), ইমদাদুল হক (৩২) সহ কমপক্ষে ৪ জন এবং অপরপক্ষ রবি গ্রুপের  রকমত আলী (২৮),  মানিক হোসেন (২৫) সহ কমপক্ষে ৩ জন আহত  হয়। আহতদের  বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।


বড়াইগ্রাম থানার অফিসার  ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫