|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৪ ০৫:৩৭ অপরাহ্ণ

মুরাদনগরে সুজন’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মুরাদনগরে সুজন’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ


নানা আয়োজনের সুশাসনের জন্য নাগরিক (সুজন)র ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সুজন মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আবুল কালাম আজাদ ভূইয়া’র সভাপতিত্বে মুরাদনগরে যাত্রাপুর বাজারে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সুজনের সাধারণ সম্পাদক, চিকিৎসক ও সাংবাদিক মোঃ রুহুল আমিন, যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি সেলিম ভূইয়া,কোম্পানীগঞ্জ বাজার বিশিষ্ঠ ব্যবসায়ী ও হাজী ইউনুস মিয়া,চিকিৎসক সৈয়দ আবুল খায়ের, বাহরাইন প্রবাসী গোপাল চন্দ্র সূত্রধর, ব্যাবসায়ী মজিবুর রহমান ভূইয়া, সাবেক সেনাবাহিনীর সদস্য জালাল উদ্দিন, আবু মিয়া, জুলমত খান,দুলাল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে সুশাসনের জন্য ২২ বছর সুজন কাজ করে যাচ্ছে। সুজন মানুষকে সচেতন, সংগঠিত ও সোচ্চার করেছে বলেই ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করার জন্য বক্তারা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫