চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার ধসের মামলায় ৮ জনের কারাদণ্ড

চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ধসে ১৩ জন নিহত হওয়ার মামলায় ৮ জনের সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।বুধবার (১০ জুলাই) সকালে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এই রায় দেন।
এতে বলা হয়, এই মামলাটি যোগাযোগ ব্যবস্থায় কালো অধ্যায়। ফ্লাইওভারের নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এজন্য প্রতিষ্ঠানের ৮ কর্মকর্তাকে দুটি ধারায় সাত বছর কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। মামলার সাক্ষী ২৮ জন। তাদের মধ্যে সাক্ষ্য দিয়েছে ২২ জন। এছাড়া সাফাই সাক্ষ্য দেন ৭ জন।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়লে তাতে চাপা পড়ে ১৩ জন নিহত হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫