|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ মে ২০২৩ ০৩:৪৮ অপরাহ্ণ

এবার ইবির শেখ রাসেল হলে তালা


এবার ইবির শেখ রাসেল হলে তালা


সলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রবিবার (১৪ মে) দুপুরে হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন। পরে হল প্রভোস্ট বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংয়ের খাবারে যে চাল ও সবজি ব্যবহার করা হয় তা খুবই নিম্নমানের। এ ছাড়া বিভিন্ন সময়ে প্রশাসনের অনুমতি ছাড়াই ডাইনিংগুলোতে দাম বৃদ্ধি করলেও খাবারের মান বাড়ছে না, উল্টো খাবারের মান কমেছে। এ নিয়ে ডাইনিং ম্যানেজারকে কয়েক দফায় বলা হলেও কোনো সমাধান মেলেনি।


রবিবার (১৪ মে) দুপুরের খাবার খেয়ে আড়াহটায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হলগেটে তালা দেন। তারা খাবারে মান বৃদ্ধির দাবিতে, নষ্ট ও মানহীন খাবার পরিবেশনের প্রতিবাদ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি আগামীকাল (সোমবার) এ বিষয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পর তালা খুলে দেন।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, ‘ডাইনিংয়ে নিম্নমানের দাগযুক্ত চালের ভাত দেওয়া হয়। নামমাত্র মাছ ও মাংসের পিস দিয়ে ৩৫-৪০ টাকা নেওয়া হয়। সব সময় লোকসানের অজুহাত দিয়ে তারা এসব মানহীন খাবার পরিবেশন করছে।’

হল ডাইনিংয়ের ম্যানেজার মাসুদ আলম বলেন, ‘বাজারে সব কিছুর দাম বেশি, এ ছাড়া আমাদেরকে যে ভর্তুকি দেওয়া হয় তা অপর্যাপ্ত। আমরা অনেকবার প্রভোস্ট কাউন্সিলে দাবি করেছি ভর্তুকি বৃদ্ধির জন্য কিন্তু বৃদ্ধি করা হয়নি। তাই আমাদের ডাইনিং চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। তার পরও আমরা চেষ্টা করছি ভালো খাবার দেওয়ার জন্য।’


হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি আমি জানার পর তাদের সাথে কথা হয়েছে। এ ছাড়া ডাইনিং ম্যানেজারের সাথেও কথা হয়েছে। আমরা আগামীকাল (সোমবার) উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করব।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের গত রবিবার (৭ মে) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারাও হলের খাবারের মানসহ বিভিন্ন অভিযোগ করেন। পরে হল প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫