|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৪ ০৪:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত


চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত


চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সাংগঠনিক অনিয়ম এবং বিশৃঙ্খলার অভিযোগে শনিবার রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।

 

বিলুপ্ত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লাগাতার কর্মসূচির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

 

সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম জানান, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মলি­ক সবুজকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়।

 

এরপর থেকেই কলেজের উন্নয়নমূলক কাজে চাঁদাবাজি, কলেজের প্রধান সহকারীসহ কর্মচারীদের ওপর নির্যাতন, কলেজের শিক্ষক বদলিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের মহানায়ক বনে যান তারা দুজন।

 

সভাপতি ও সাধারণ সম্পাদকের এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে ১৩ মে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫