|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ণ

বিএনপি নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ


বিএনপি নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ


নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপি নেতাসহ তিনজনকে থানা থেকে ছাড়িয়ে নিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
 

শনিবার সকাল ৯টা থেকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কটি লালপুর থানার সামনের অংশে অবরোধ শুরু করেন তারা।
 

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের সমঝোতার মাধ্যমে সাময়িকভাবে অবরোধ তুলে নেওয়া হলেও দুপুর ১টা থেকে আবারো মহাসড়ক অবরোধ করেন তারা।
 

দফায় দফায় এই অবরোধে লালপুর ঈশ্বরদী ও লালপুর বাঘা সড়কে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়ে, ফলে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।
 

আটকরা হলেন— লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ (৫০), তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।
 

এদেরকে শুক্রবার গভীর রাতে লালপুর কলোনী থেকে সেনাবাহিনী আটক করে লালপুর থানায় হস্তান্তর করে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে শুক্রবার রাতেই সেনাবাহিনী লালপুর কলোনীতে অভিযান চালিয়ে খোকন ও তার দুই ছেলেকে আটক করে। পরদিন সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে লালপুর থানার সামনে জড়ো হন এবং এরপর ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা পুনরায় লালপুর ত্রিমোহনী সড়কে অবস্থান নেন। পরে সেখানে গিয়ে পুলিশ আবারও অবরোধকারীদের সরিয়ে দেয়।
 

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু সাংবাদিকদের জানান, ‘‘আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই।’’
 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘‘চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী রাতে তিনজনকে লালপুর থানায় হস্তান্তর করেছে। তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫