|
প্রিন্টের সময়কালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০৩:৫৭ অপরাহ্ণ

অর্থ আত্মসাৎ মামলায় আন্তর্জাতিক ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ


অর্থ আত্মসাৎ মামলায় আন্তর্জাতিক ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ


আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ


 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ নজরুল ইসলাম।
 

মামলা সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও মাদ্রাসাটিতে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা করেন নজরুল ইসলাম। তিন মাস আগে মাওলানা সামছুল হক আরেফীর মাধ্যমে তিনি নেত্রকোনার মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে মাহফিলে আমন্ত্রণ জানান এবং বিকাশ নম্বর ০১৮৮৭-২১৭৯৫৪ এ ১০ হাজার টাকা অগ্রিম প্রদান করেন।
 

পরবর্তীতে সামছুল হক আরেফীর মাধ্যমেই নজরুল ইসলামকে ০১৬০৫-৬৩৮০৩৪ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। যোগাযোগ করলে ১৩ অক্টোবর মাহফিলের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়।
 

গত ৮ অক্টোবর মাদানীর পক্ষ থেকে নজরুল ইসলামের হোয়াটসঅ্যাপে একটি ফরম পাঠানো হয় এবং অতিরিক্ত টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ৯ অক্টোবর বিকাশ নম্বর ০১৮৮৩-৫২১৫৯৯ এ ৩০ হাজার টাকা পাঠান (ট্রানজেকশন নং: CK92249KUC)। এরপর ১৩ অক্টোবর একই নম্বরে তিন দফায় আরও ৩৫ হাজার টাকা পাঠানো হয়। সর্বমোট টাকা দাঁড়ায় ৭৫ হাজার।
 

১৩ অক্টোবর বিকেল ৫টায় মাহফিল শুরু হলেও প্রতিশ্রুতি অনুযায়ী মাওলানা রফিকুল ইসলাম মাদানী উপস্থিত হননি। এসময় নজরুল ইসলাম ফোনে যোগাযোগ করলে তাকে জানানো হয়—কারা যেন মাদানীর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। স্থানীয় লোকজনও ঘটনাটি সম্পর্কে অবগত।
 

পরিস্থিতি বিবেচনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে কিছু বিলম্বে থানায় অভিযোগ দাখিল করেন নজরুল ইসলাম।
 

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন,
“হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫