|
প্রিন্টের সময়কালঃ ১৭ আগu ২০২৫ ০৩:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ আগu ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের শহীদ দেলোয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী পালন


সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের শহীদ দেলোয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী পালন


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-

 

সীতাকুণ্ডে উপজেলা জামায়াত ইসলামীর উদ্যােগে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী পালন করেছে।

 

জানা যায়, উপজেলা  জামায়াত ইসলামীর কুমিরা ইউনিয়ন শাখার উদ্যােগে ইউনিয়ন আমীর মাওলানা ইদ্রিস হাক্কানীর সভাপতিত্বে ও  সেক্রেটারী মাওলানা ইলিয়াস হোসেনের পরিচালনায় জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মসজিদ্দা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্টিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক কমিশনার মোহাম্মদ তাহের,বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারী আশরাফুর রহমান,মাওলানা রায়হান উদ্দীন,জমির উদ্দীন-, জসিম উদ্দীন,ইদ্রিস সওদাগর প্রমূখ।দোয়া মুনাজাত পরিচালনা করেন, মাওলানা নাছির উদ্দীন।

 

প্রধান অতিথি সেক্রেটারী তাহের বলেন,বিগত ফ্যাসিবাদ সরকারের দানব শেখ হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করার আল্লামা সাঈদীকে পরিকল্পিত ভাবে হত্যা করে।এমনকি শেখ হাসিনা জামায়াতের নেতৃত্ব শূন্য করার জন্য অন্যায় ভাবে আমাদের শীর্ষ নেতাদের পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে তাদেকে হত্যা করে ছিল।কিন্তু এদেশের তৌহিদী ছাত্র জনতা  শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে উঠলে তাদের উপর নির্যাতন ও পাখির মত গুলি করে হত্যা শুরু করে।তবে তারা নির্যাতনের শিকার সহ্য করে শেখ হাসিনাকে এদেশ থেকে বিতারিত করে।সুতরাং আমাদেরকে সর্তক থাকতে হবে ফ্যাসিবাদ যেন আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫