|
প্রিন্টের সময়কালঃ ০৬ এপ্রিল ২০২৫ ০১:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৩ ০৩:২৫ অপরাহ্ণ

স্থগিত মৌখিক পরীক্ষা মাউশির একটি পদের


স্থগিত মৌখিক পরীক্ষা মাউশির একটি পদের


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরের অধীন বিভিন্ন অফিস/শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগের লক্ষ্যে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ৭ থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

কিন্তু অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচির শুধু মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। তবে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা চলমান থাকবে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫