|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ

কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ


কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ


মোঃ মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি :

মৎস্য সম্পদ রক্ষা ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে ব্যাপক পরিসরের কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মহেশখালী থানাধীন জেলেপাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে আনুমানিক ৭৫ কোটি টাকা মূল্যের প্রায় ৫০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাল ব্যবহারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত অবৈধ জালসমূহ মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার প্রতিরোধ এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬