|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ

তারুণ্যকে বই পড়ার অভ্যাস গড়াতে পাঠাগার উদ্বোধন 


তারুণ্যকে বই পড়ার অভ্যাস গড়াতে পাঠাগার উদ্বোধন 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থানাহাট ইউনিয়নের ব্যাপারীর বাজার এলাকায় পাঠাগারটির উদ্বোধন করেন রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম।
 

মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মঞ্জুরুল আহসান, ঢাকা পোস্টের সহ-সম্পাদক আরিফুল ইসলাম সুজন, শিক্ষক রবিউল ইসলাম, কমল কৃষ্ণ রায়, এরশাদুল হক, ওমর ফারুক, স্বপন কুমার রায় প্রমুখ।
 

অনুষ্ঠানের সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, উঠতি বয়সী শিক্ষার্থীদের বর্তমান প্রেক্ষাপটে সুস্থ বিনোদনের অভাবে মোবাইল গেম কিংবা মাদকের নেশায় আসক্ত হওয়ার প্রবণতা বেড়েছে। ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। আগামী প্রজন্মকে এই অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে।
 

তিনি আরও বলেন, পাঠাগার একটি সামাজিক আন্দোলন, এ আন্দোলনে সমাজের সবাইকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। সমাজের সচেতন নাগরিকদের এই পাঠাগারের কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
 

কলেজের শিক্ষার্থী মোছা. মৌসুমি আক্তার বলেন, পাঠাগারটি উদ্বোধন হওয়ায় আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এখানে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বই পড়তে পারবে এবং জ্ঞান অর্জন করতে পারবে।
 

বক্তারা প্রত্যন্ত অঞ্চলে এমন একটি উদ্যোগের প্রশংসা করে পাঠাগারের উন্নতি কামনা করেন। এ সময় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫