গফরগাঁওয়ে উপজেলা প্রাথমিক পর্যায়ে শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে উপজেলা প্রাথমিক পর্যাযে শিক্ষা পদক-২০২৫ এর ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর এ আলম ভূঁইয়া।
ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত কাল বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫