|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৫ ০২:১৮ অপরাহ্ণ

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’


হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’


ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-



নোয়াখালীর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা দেখা গেছে। মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে হাসপাতাল রোডের ‘সিটি হসপিটাল’ এর মূল ফটকের ডিসপ্লেতে এই বার্তা ভেসে উঠে। ঘটনা জানাজানি হলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে জড়ো হয়ে কর্তৃপক্ষের শাস্তির দাবি করেন।

 

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার নিশ্চিত করেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাসপাতালে ব্যাপক ভাঙচুর হয়। যৌথবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
 

সিটি হসপিটালের ম্যানেজার কাজী মো. শাহজাহান নাজিম জানান, ডিসপ্লে নিয়ন্ত্রণে তাদের কোনো হাত নেই। ডিসপ্লেটি হাসপাতালের বাইরে থেকে পরিচালিত হয়। তিনি আরও জানান, গত ১৬ ডিসেম্বর প্রথমবার একই ধরনের বার্তা ভেসে উঠেছিল। তখন নৈশপ্রহরী সেটি বন্ধ করে দিয়েছিল। মঙ্গলবার রাতেও স্থানীয় কিছু লোক এসে ডিসপ্লেটির সংযোগ দেয়ার পর লেখাটি পুনরায় প্রদর্শিত হয়।
 

হাসপাতালের ম্যানেজার আরও অভিযোগ করেন যে, ডিসপ্লেতে লেখা দেখানোর ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এর পরপরই হাসপাতালের অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কারে হামলা চালানো হয় এবং নগদ অর্থ লুটপাট করা হয়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে হাসপাতালের চিকিৎসক সালমা ইসলামের পূর্ববিরোধ ছিল, যার জেরে এই ঘটনা ঘটানো হতে পারে বলে তার ধারণা।
 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার জানান, স্বাস্থ্য বিভাগের একটি টিম ঘটনাস্থলে তদন্ত করছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫