গোপালগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়কে ব্যারিকেড সৃষ্টি ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে নাম উল্লেখ করে ৫৪ জনকে আসামি করা হয়েছে, আর অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সকালেই গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে আসামিরা। তারা উত্তেজনাকর স্লোগান দিয়ে পরিবহন চলাচল বন্ধ করে দেয় এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে সেখানে থাকা দুটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় তারা।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। এরপর দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা ওই সড়ক হয়ে গোপালগঞ্জে পৌঁছে পদযাত্রা ও সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫