|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৫ ০৭:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ণ

সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনে সরকারের প্রতি আইনি নোটিশ


সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনে সরকারের প্রতি আইনি নোটিশ


বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে সরকারের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
 

রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন বাংলাদেশের দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রথা ও প্রোটোকলের অংশ।
 

নোটিশে আরও বলা হয়েছে, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে। অন্যথায়, দেশের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি নিয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫