আন্দোলন নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শিক্ষকরা

পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। রোববার (১৪ জুলাই) দুপুরে সব বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান।
তিনি বলেন, দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের এ আন্দোলন চলমান থাকবে। সামনের ২০ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা রয়েছে। যদি এ সময়ের মধ্যে দাবি না মানা হয়, সেটিও না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আন্দোলন আরও কঠোর হয়েছে।
শেখ মাশরিক আরও বলেন, গতকালকের বৈঠকটাকে অনেক গণমাধ্যম ভিন্নভাবে প্রকাশ করেছে। তাই আজ শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫