|
প্রিন্টের সময়কালঃ ১০ জানুয়ারি ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৫ ০২:৫০ অপরাহ্ণ

কুমিল্লায় ভিডিপি দিবস পালিত


কুমিল্লায় ভিডিপি দিবস পালিত


ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-



বর্ণাঢ্য র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে কুমিল্লায় ভিডিপি দিবস পালিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার'।

 

সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় চত্বরে বেলনু উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান বিভিএমএস। পরে ভিডিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা ভিডিপি কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়। রক্তদান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা সিভিল সার্জন অফিস।
 

এসময় সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলামসহ সকল উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
 

জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান বিভিএমএস ভিডিপি দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলার সকল ভিডিপি সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকল ভিডিপি সদস্যদেরকে কুমিল্লা জেলার গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষায় এবং গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে আরোও কার্যকরী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। পরে তিনি দক্ষ সেচ্ছাসেবক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার শপথবাক্য পাঠ করান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫