|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৩:০০ অপরাহ্ণ

সাভারে চাঁদাবাজির ঘটনা: ব্যবসায়ী ও দলিল লেখকের ওপর সন্ত্রাসী হামলা


সাভারে চাঁদাবাজির ঘটনা: ব্যবসায়ী ও দলিল লেখকের ওপর সন্ত্রাসী হামলা


ঢাকা প্রেস
সাভার প্রতিনিধি:-

 

সাভারের ভাকুর্তায় চাঁদা দাবি করে এক ব্যবসায়ী ও দলিল লেখক এরশাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) রাতে বিএনপি নেতা শওকত ও মালেক বাহিনী মেহেদী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
 

ভুক্তভোগী এরশাদ জানান, হামলাকারীরা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এরশাদসহ অন্তত ৫ জন আহত হয়েছেন এবং অফিসে ভাঙচুর চালিয়ে ক্যাশে থাকা ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

এ ঘটনায় এরশাদ সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সাভার মডেল থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫