নতুন শীতবস্ত্র নিয়ে রাতের বেলা অসহায়দের পাশে চাঁদপুর জেলা প্রশাসক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের বেদে পল্লী, পুরানবাজারের হরিসভা, রনাগোয়ালসহ আশপাশের এলাকায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নিজে শীতবস্ত্র নিয়ে অসহায়দের doorstep-এ পৌঁছান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গণমাধ্যমে বলেন, “আপনারা জানেন যে সারাদেশে শৈত্য প্রবাহ চলছে। সরকারের পক্ষ থেকে আমরা শীতার্থদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে এবং আমরা ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করছি। এরই অংশ হিসেবে আমরা আজ রাতে শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের কাছে পৌঁছেছি।”
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫