|
প্রিন্টের সময়কালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৯ অপরাহ্ণ

নুরাল পাগলার দরগা থেকে লুট হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেফতার


নুরাল পাগলার দরগা থেকে লুট হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেফতার


গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:-


 

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরগায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে লুট হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ভিডিও ফুটেজ যাচাই করে তাকে সনাক্ত করে।
 

গ্রেফতারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেফতার করা হয়।
 

পুলিশ জানায়, নুরাল পাগলার দরগায় হামলা ও ভক্ত রাসেলের হত্যার ঘটনায় নিহতের বাবা আজাদ মোল্লা থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় মিজানুর রহমানকে আসামি হিসেবে ধরা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়।
 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা মামলা এবং পুলিশ ও ইউএনও’র গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার অপর মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মিজানুর রহমান, যিনি লুট হওয়া জেনারেটরসহ আটক হয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫