র্যাব নয়াপল্টনে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের অভিযান চালাচ্ছে

ঢাকা প্রেসঃ
রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে অবৈধ ভিওআইপি ব্যবসার সন্ধান পেয়ে আজ সকাল থেকে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে একটি চক্র দীর্ঘদিন ধরে নয়াপল্টনের ৬৩ নম্বর বাড়িতে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল। এই অবৈধ ব্যবসার মাধ্যমে তারা সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা আয় করছিল।
সোমবার (১০ জুন) সকাল থেকে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ওই বাড়িটি ঘিরে রেখেছে। অভিযান চলছে এবং কিছুক্ষণের মধ্যেই র্যাব বিস্তারিত জানাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫