রাজবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কিশোরের প্রাণহানি

ঢাকা প্রেস
রাজবাড়ী প্রতিনিধি:-
রাজবাড়ীর গোয়ালন্দে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক কিশোরের মৃত্যু
গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজের সামনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরের নাম সিজান (১৫) এবং তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মফিজ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেহেরপুর থেকে ঢাকামুখী জে আর পরিবহনের একটি বাস যখন দৌলতদিয়ায় পৌঁছায়, তখন বাসের একটি চাকা ফেটে যায়। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ধাক্কায় মাহিন্দ্রা থেকে সিজান মহাসড়কে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস এই ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনা ঘটানোর পর বাস চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মর্মান্তিক এই ঘটনায় নিহত কিশোরের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫