গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা, শহরজুড়ে থমথমে পরিস্থিতি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে অবরুদ্ধ অবস্থায় থাকা নেতারা অবশেষে নিরাপদে শহর ত্যাগ করেছেন। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় ১৫-১৬টি গাড়ির একটি বহর গোপালগঞ্জ ত্যাগ করে। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
এর আগে, সমাবেশ শেষে ফেরার পথে শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে বহরটি ওই এলাকায় পৌঁছালে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর আগেই সমাবেশস্থলেও হামলা চালানো হয়, যাতে এনসিপির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় এবং সেগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শহরজুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সাংবাদিকদের মতে, পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েও উত্তেজিত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
সকল দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে জাতীয় যুব শক্তি দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫