হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল দর্শনার্থী ও কৃষকদের জন্য উন্মুক্ত থাকবে।
রোববার (২২ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। উদ্বোধনকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই মেলায় ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত শস্য চিত্রে জাতীয় পতাকা ও হাজীগঞ্জ উপজেলার মানচিত্র, খাল খননে কৃষির উন্নয়ন, শাক-সবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষণ, ফল বাগান, মাছ চাষ এবং পুকুর পাড়ে সবজি উৎপাদনসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির স্টল রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান রাজিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা রাজিয়া বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানমের সার্বিক ব্যবস্থাপনায় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মো. কামাল হোসেন পাটওয়ারী, আবুল বাসার সরকার, চন্দন কুমার দাশ, আব্দুস সালাম, আহসানুজ্জামান, ইমন হোসেন, রুহুল আমিন, হাফিজা হায়দার মীম, নাসরিন, শাহদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫