|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৯ অপরাহ্ণ

দেশের দ্বিতীয় করপোরেট সুকুক বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা তুলেছে আরএফএল


দেশের দ্বিতীয় করপোরেট সুকুক বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা  তুলেছে আরএফএল


রএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (বিবিএমএল) দেশের দ্বিতীয় করপোরেট সুকুক বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে। বন্ডটি দেশের ব্যাংকগুলোতে ইস্যু করা হয়েছিল, যেখানে সিটি ব্যাংক ক্যাপিটাল অ্যারেঞ্জার ও ইস্যু উপদেষ্টা হিসেবে কাজ করেছে। খবর বিজ্ঞপ্তি

সুকুক বন্ড বাংলাদেশের ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছে। এর মাধ্যমে পাওয়া অর্থ বিবিএমএল তাদের বিদ্যমান যন্ত্রপাতিতে পুনঃ অর্থায়ন এবং নতুন যন্ত্রপাতি সংগ্রহে ব্যবহার করবে। গত ৩১ আগস্ট ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সুকুকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, ‘সুকুক বন্ড ইস্যু করে সফলভাবে ৩০০ কোটি টাকা সংগ্রহ করতে পেরে আমরা আনন্দিত। সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন বলেন, ‘বাংলাদেশে সুকুকের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা ভবিষ্যতে আরও কোম্পানির সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫