গোমতীতে পানি বৃদ্ধির আশঙ্কা, কুমিল্লায় প্রস্তুত ৫৮৩টি আশ্রয়কেন্দ্র

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
গোমতীতে পানি বৃদ্ধির আশঙ্কা, কুমিল্লায় প্রস্তুত ৫৮৩টি আশ্রয়কেন্দ্র

কুমিল্লা, ১০ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):
টানা বর্ষণ এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। স্থানীয়দের মাঝে নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় গোমতী নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬৮ মিটার, যা বিপদসীমার (১১.৩০ মিটার) প্রায় ১ দশমিক ৬২ মিটার নিচে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
 

পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, “যদিও এখনও পানি বিপদসীমার নিচে রয়েছে, তবে উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। আমরা সম্ভাব্য সব প্রস্তুতি নিয়ে রেখেছি।”
 

জেলা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আগামী দু’একদিন এই ধারা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
 

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, “বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে জেলার ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার, জিআর চাল এবং জরুরি তহবিল। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।”
 

এদিকে, টানা বৃষ্টির কারণে কুমিল্লা নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোমতীর পানি আরও বাড়লে নতুন নতুন এলাকাও প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্র: বাসস।