|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০১:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক।


কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক।


ঢাকা প্রেস

মঈনুদ্দীন শাহীন,কক্সবাজার প্রতিনিধি:-

 

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয়রা। কক্সবাজারের উখিয়ার জামতলী হতে আটকের পর উক্ত রোহিঙ্গা সন্ত্রাসীকে স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দীনের হাতে সোর্পদ করেন স্থানীয় জনতা। আটককৃত রোহিঙ্গার কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে চেয়ারম্যান গফুর উদ্দীন তাকে র‍্যাব -১৫ হাতে সোপর্দ করেন। 

 

সুত্রে জানা যায়, (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী বাজার থেকে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে স্থানীয়রা। আটক ব্যক্তি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালাম। সে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির একজন সক্রিয় সদস্য।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন জানান, স্থানীয় জনতা কতৃক অস্ত্রসহ আটক রোহিঙ্গাকে র‍্যাবের হাতে সোপর্দ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫