ফ্যাসিবাদের কেন্দ্র ছিল মাদারীপুর: নাছির উদ্দিন

ঢাকা প্রেস,শিবচর প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, "বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, তার উৎপত্তি ছিল মাদারীপুরে। এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে রাজত্ব করেছে, তারা সারাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। তবে আমরা বিশ্বাস করি, এই অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে ব্যাপকভাবে উদ্বুদ্ধ।"
শনিবার (২৩ নভেম্বর) মাদারীপুরের শিবচরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে এসব মন্তব্য করেন তিনি।
নাছির উদ্দিন আরও বলেন, "সাড়ে ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার বহু বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে এবং রাষ্ট্রের প্রতিটি বিভাগের প্রতি ব্যাপক ক্ষতি সাধন করেছে।"
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহেল রানা, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান (তুরাগ), সদস্যসচিব সাইদুর রহমান ব্যাপারী, শিবচর পৌর কমিটির আহ্বায়ক শাহিদ হাসান শিহাব, সদস্যসচিব রিয়াজ গোমস্তা সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫