|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই জন নিহত


ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই জন নিহত


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলায় দুজন নিহত হয়েছেন।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশুতারা গ্রামে একটি ভিটেবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এর পর পরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমানত মিয়াকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ জানায়, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫