|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৫ ০১:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

অটোরিকশা চালকের মৃত্যু: বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ


অটোরিকশা চালকের মৃত্যু: বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ


গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের শ্রীপুরে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে বিক্ষোভে ফুঁসে উঠেছেন নিহতের স্বজন ও সহকর্মীরা। দোষীদের শাস্তির দাবিতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
 

মঙ্গলবার সকাল ৮টা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই বিক্ষোভ শুরু হয়, যা মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয়।
 

বিক্ষোভকারীদের দাবি, বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে তাকওয়া পরিবহনের একটি বাস থেকে রিটন মিয়া নামের এক অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানান।
 

সাড়ে তিন ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
 

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
 

জানা গেছে, সোমবার রাতে তাকওয়া পরিবহনের একটি বাসের হেলপারের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে রিটন মিয়ার বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

নিহত রিটন মিয়া গাজীপুর সদরের শিরির চালা গ্রামের দুলাল মিয়ার ছেলে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫