নতুন ইটভাটা অনুমোদন বন্ধ,বায়ুদূষণ রোধে সরকারের উদ্যোগ: রিজওয়ানা হাসান

ঢাকা প্রেস নিউজ
অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশের বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না।
মঙ্গলবার (৫ নভেম্বর), রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ে একই জায়গায় অসংখ্য ইটভাটা কীভাবে অনুমোদন পেয়েছিল, সে বিষয়টিও তদন্ত করা হবে।
বায়ুদূষণ রোধে গৃহীত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নকে জোরদার করার ওপর গুরুত্বারোপ করে রিজওয়ানা হাসান বলেন, এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরকে আরও স্বচ্ছ ও জবাবদিহিযোগ্য হতে হবে।
অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার বলেন, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণের মাত্রা কমানোর লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫