|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ

চ্যানেল ওয়ান সম্প্রচারে আর কোনো বাধা নেই


চ্যানেল ওয়ান সম্প্রচারে আর কোনো বাধা নেই


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করে আপিল বিভাগ আদেশ দিয়েছেন, ফলে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
 

আজ সোমবার, বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
 

এর আগে, দীর্ঘ ১৬ বছর পর গত ২৩ জানুয়ারি চ্যানেল ওয়ান আপিল দায়েরের অনুমতি পায়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি তখন এ সংক্রান্ত আদেশ দেন।
 

উল্লেখ্য, দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান ২০১০ সালের ২৭ এপ্রিল বন্ধ হয়ে যায়। সেদিন সন্ধ্যা ৬টার পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়, যার ফলে সম্প্রচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে চ্যানেল ওয়ানের সম্প্রচারে হস্তক্ষেপ করেন। এরপর চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ হাইকোর্টে মামলা করলেও, সরকারের চাপে মামলাটি খারিজ করে দেওয়া হয়।
 

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানান, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর বিষয়টি পুনরায় আদালতে তোলা হলে চেম্বার জজ আপিলের অনুমতি দেন।
 

এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, "চ্যানেল ওয়ানকে অন্যায়ভাবে বন্ধ করা হয়েছিল, তবে আজ আদালত ন্যায়বিচার করেছেন।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫