|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ণ

ড. ইউনূসের কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান


ড. ইউনূসের কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান


ঢাকা প্রেস নিউজ

 

উপযুক্ত ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত সহায়তার দাবিতে জুলাই আন্দোলনে আহতরা রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
 

বুধবার দুপুরে, তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন। এর আগে, বিভিন্ন সময় আন্দোলনে আহতরা শ্যামলী, শাহবাগ এবং উপদেষ্টার বাসভবনসহ যমুনা অবরোধ করে স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।
 

ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান সমকালকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তাদের কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা রাস্তা অবরোধ করেনি, তবে কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫