বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার লুইস গালভান আর নেই

স্পোর্টস ডেস্ক:-
আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, কিংবদন্তি সেন্টার ব্যাক লুইস গালভান আর নেই। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
গালভানের মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, "গালভানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
১৯৭০ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন গালভান। দেশের ঘরোয়া ফুটবলে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন অ্যাটলেটিকো তাইয়েরেস ক্লাবে। শুরুটা হয়েছিল ক্লাবটির যুব দলে, পরে সিনিয়র দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আরও কয়েকটি আর্জেন্টাইন ক্লাবে খেলেন এবং ক্যারিয়ারের শেষ দিকে বলিভিয়ার ক্লাব বলিভারেও মাঠ কাঁপান। ১৯৮৭ সালে প্রিয় ক্লাব তাইয়েরেসেই খেলোয়াড়ি জীবনের ইতি টানেন গালভান।
আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অভিষেক ঘটে ১৯৭৫ সালে, প্যান আমেরিকান গেমসে আর্জেন্টিনার হয়ে খেলার মাধ্যমে। এরপর ১৯৭৮ বিশ্বকাপে দানিয়েল পাসারেলার সঙ্গে রক্ষণভাগ সামলে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালে একাদশেও ছিলেন গালভান।
পরবর্তীতে ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপেও অংশ নেন তিনি। জাতীয় দলের হয়ে গালভান মোট ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ক্লাব ফুটবলে অ্যাটলেটিকো তাইয়েরেসের হয়ে খেলেছেন রেকর্ড ৫০৩টি ম্যাচ।
আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে লুইস গালভান চিরস্মরণীয় হয়ে থাকবেন একজন বিশ্বকাপজয়ী রক্ষণদুর্গ হিসেবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫