হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আইন উপদেষ্টা
অনলাইন ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হত্যাকারীদের দ্রুত বিচারের দাবির মধ্যেই তিনি এ ঘোষণা দেন।
সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী পুলিশ প্রতিবেদন দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের দুটি দাবি উত্থাপন করেন—হাদি হত্যার বিচারে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালের কার্যক্রমে সহায়তার জন্য এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার গোয়েন্দা সংস্থার সহায়তা গ্রহণ।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আব্দুল্লাহ আল জাবের বলেন, এত বড় একটি হত্যাকাণ্ডের পরও বিচারের বিষয়ে সরকারের সুস্পষ্ট পদক্ষেপ জনগণ জানতে পারেনি। তিনি অভিযোগ করেন, দ্রুত বিচার নিশ্চিত না করে নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে। বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫