|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৪ ০১:২০ অপরাহ্ণ

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি


চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি


ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানির তারিখ ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়। তবে, আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক জানান, চিন্ময় দাসের পক্ষে আজ কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। একই সঙ্গে রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময় প্রার্থনা করে। আদালত পরবর্তী শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি দিন ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি, তাই আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করতে পারছেন না। পাশাপাশি, দায়রা জজ আদালতে মামলাটি অপেক্ষমাণ থাকায় ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি হওয়ার সুযোগ নেই।
 

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫