|
প্রিন্টের সময়কালঃ ০৪ নভেম্বর ২০২৫ ০৫:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের


সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের


আফগান তালেবানের দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে পাকিস্তান স্পষ্ট করেছে, সন্ত্রাসবিরোধী অভিযান এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ অব্যাহত থাকবে।
 

সামা টিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সরকার কোনো ছাড় দেবে না। তিনি বলেন, “জাতীয় নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানের জনগণ, রাজনৈতিক নেতৃত্ব ও সেনাবাহিনী সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ।”
 

ইসলামাবাদ এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে জানায়, আফগান তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ইস্তাম্বুলে সাম্প্রতিক আলোচনার তথ্য বিকৃতভাবে উপস্থাপন করেছেন। বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনা বা গ্রেপ্তার করার বিষয়ে পাকিস্তানের প্রস্তাব স্পষ্ট ছিল। এদের পাকিস্তানের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।”
 

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার সময় আফগান পক্ষ জানায়, ওই ব্যক্তিরা পাকিস্তানের নাগরিক। তখনই ইসলামাবাদ তাদের নির্ধারিত সীমান্ত ক্রসিং দিয়ে হস্তান্তরের প্রস্তাব দেয়। এর বিপরীত যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
 

এর আগে আফগান গণমাধ্যমে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ইস্তাম্বুল আলোচনায় আফগান পক্ষ পাকিস্তানকে “হুমকিস্বরূপ ব্যক্তিদের” প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে বলেছিল যে, এই ব্যক্তিদের আফগানিস্তানের ভেতরেই নিয়ন্ত্রণে রাখতে হবে।
 

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে দেওয়া নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আফগান তালেবানের মিথ্যা দাবি বাস্তবতা বদলাতে পারবে না। পাকিস্তানের নিরাপত্তা নীতি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও বাস্তবায়িত হচ্ছে।”
 

তিনি আরও যোগ করেন, “খাইবার পাখতুনখোয়ার জনগণ ভালো করেই জানে, ভারত সমর্থিত সন্ত্রাসীরা তালেবানের আশ্রয়ে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।”
#crime #newsbd #dhakapress


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫