মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
মডেল মেঘনা আলমকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও, গ্রেপ্তারের প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় তিনি বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরির বিষয়টি তুলে ধরে বলেন, এ ঘটনায় একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে, যার সদস্য তিনি নিজেও। ইতোমধ্যে ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।
আইন উপদেষ্টা আরও জানান, মূলত ২ বিলিয়ন ডলার চুরির একটি বৃহৎ পরিকল্পনা ছিল, যার মাধ্যমে বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছিল একটি চক্র। যারা এই চুরির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, এই ঘটনার আইনি দিক যাচাইয়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যে বিস্তারিত জানা যাবে।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, মাগুরার আছিয়া হত্যাকাণ্ডের মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে এবং আজই তা আদালতে দাখিল করা হবে। দ্রুত বিচার সম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫