হামলা, ভাংচুর ও লুটপাট মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল আউয়াল ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ি গ্রামের কছর আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।
জানা গেছে, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আব্দুল আউয়াল। শুক্রবার গভীর রাতে বাড়িতে অবস্থান করছেন তিনি এমন গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ি সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫