ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতের শিকার হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ৪০ বছর বয়সী আলমগীর মিয়া। তিনি ওই গ্রামের আমীর আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর বাড়ির পাশের জমিতে সবজি চারা রোপণ করতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া গেছে এবং নিহতের পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫